ডিজিটাল মার্কেটিং কী?
ডিজিটাল মার্কেটিং কী?
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে ব্যবসায় বা কোনো কোম্পানিতে সফলতা আনা যায়। ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়াকে কাজে লাগিয়ে ইন্টারনেটের দুনিয়ায় কোনো পণ্য, প্রতিষ্ঠান বা ব্রান্ডের বা বিজ্ঞাপণ দেওয়াকে বুঝায়। সারা বিশ্বে ৩৫.৮ শতাংশ মানুষ ইনটারনেট ব্যবহার করে। তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোচ্যাল মিডিয়া ব্যবহার করে।
বিশ্বে হাজারো মানুষ সোচ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ব্যবসার সফলতা অর্জন করছে খুব অল্প সময়ের মধ্যে। সবগুলো ফ্রিল্যান্সিং সেক্টর গুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেকাংশে বেশি। বর্তমান দেশে বা সারা বিশ্বে লোকডাউনের কারণে ডিজিটাল মার্কেটিং এ চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
ডিজিটাল মার্কেটিং কেনো করবো?
বর্তমান যুগ ডিজিটাল যুগ। বর্তমানে সবকিছুই অনলাইন নির্ভর হচ্ছে। আমরা খুব সহজেই কোনো একটি পণ্য বর্তমানে খুব সহযেই পেয়ে যাই তারই ফল ডিজিটাল মার্কেটিং। অনলাইন জগতে অনেক পণ্য বা প্রোডাক্টের মার্কেটিং এর প্রয়োজন হয় প্রসারের জন্য। আর মার্কেটিং করার জন্য প্রয়োজন পড়ে ডিজিটাল মার্কেটারের। কেননা বর্তমানে অনলাইনে ব্যবসার পরিমাণ ব্যপকহারে বেড়েই চলেছে।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধাঃ
- যেহেতু খুব একটা পুজির প্রয়োজন পড়ে না। তাই যেকোনো ব্যবসায়ী ব্যবসার সেল বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং করতে পারেন।
- নির্দিষ্ট ক্রেতাদেও টার্গেট করে বিজ্ঞাপণ দেয়া যায়। ফলে বিজ্ঞাপণ কাঙ্খিত ক্রেতাদের কাছে পৌছায়। তখন ঐ কোম্পানির সেল বেড়ে যায়।
- ঘরে বসেই কাষ্টমারদের অর্ডার পাওয়া যায়, এবং অল্প সময়ের মধ্যে ডেলিভেরী দেয়া যায় । কাঙ্খিত রেজাল্ট পাওয়া যায় ফলে সেল বৃদ্ধি পায়।
দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। যদি কোনো একটি ব্যবসাকে অল্প সময়ের মধ্যে প্রসার করতে চান তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন আছে। কেননা প্রসারে প্রচার।
ডিজিটাল মার্কেটিং কোর্স?
ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে মানুষ অনেক ভয়-ভীতি জ্ঞপণ করে আসলে তা না। ডিজিটাল মার্কেটিং খুব সহজ একটি কোর্স। যা খুব অল্প সময়ের মধ্যে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হওয়া যায়। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও ডিজিটাল মার্কেটিং কোর্সটি নিতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে আমাদের ব্লগে নিয়মিত ভিজিট করবেন । কেননা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্সটি নিয়ে আলোচনা করবো এবং আশা করি এখান থেকে একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন?
আপনারা চাইলে কোর্স করেও বা এখান থেকে জ্ঞান অর্জন করেও ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। শুরু করার জন্য অবশ্যই মনোযোগ সহকাওে শিখতে হবে। এমনকি প্রতিনিয়ত প্রাকটিস করতে হবে। ফলে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পারবেন। আমাদেও সাথে ডিজিটাল মার্কেটিং শুরু করতে চাইলে মেসেজ বাটনে ক্লিক করে আমাদের মেসেজ করুন। আমাদের টিম আপনাদের সেবায় ২৪ ঘন্টায় নিয়জিত।
ডিজিটাল মার্কেটিং করার উপায়?
ডিজিটাল মার্কেটিং নানাভাবে করা যায় তবে তার জন্য জ্ঞান থাকা আবশ্যক। তবে অনেকগুওলা প্লাটফর্ম আছে যগেুলাতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে পারেন। এর জন্য কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন থাকাটা আবশ্যক। এর যে কোনো একটি ডিভাইসে ইন্টারনেট সংয়োগ থাকতে হবে।
ডিজিটাল মার্কেটিং করার কয়েকটি ধাপ হলোঃ-
- সোচ্যাল মিডিয়া মার্কেটিং
- এসইও
- কন্টেন্ট মার্কেটিং
- ভিডিও মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- ওয়েব এনালাইটিকস
- ডিসপ্লে এডভারডাইজিং
- ই-কমার্স মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং
- মোবাইল এপস মার্কেটিং
- বুক ইবুক মার্কেটিং
- মিউজিক প্রমোশন(ইত্যাদি)
এগুলোর যে কোনো একটিতে দক্ষ হয়েও ডিজিটাল মার্কেটিং করতে পারেন। তবে আমরা উপরের টপিকসগুওলা আলোচনা করবো পরবর্তী কন্টেনন্টে।
Offline Digital Marketing
কিছু কিছ মার্কেটিং এর কৌশল রয়েছে যা অফলাইন ডিজিটাল মার্কেটিং এর আয়োতে ধরা যেতে পারে। অফলাইন ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট এর সহযোগিতা ছাড়াও করা সম্ভব হয়, অফলাইন ডিজিটাল মার্কেটিং এর কিছু কৌশল নিম্নে আলোচনা করা হল
SMS – আপনার ফোন নম্বরেও অনেক ধরনের প্রচারমূলক এসএমএস আসবে। এটি এক ধরনের ডিজিটাল বিপণন কৌশল (অফলাইন)।
ফোন কল – অনেক সময় সংস্থাগুলি লোককে কল করে বিপণন করে, এটিকে ফোন কল বিপণন বলা হয়।
বৈদ্যুতিন বিলবোর্ড – আজকাল অনেক সংস্থা বৈদ্যুতিন হোর্ডিং রেখে প্রচার করে। এটি এক ধরনের ডিজিটাল মার্কেটিং।
Great
ReplyDelete